পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ -২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা ও বাংলাদেশ শিশু একাডেনির শিশুশিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (০৭ অক্টোবর-২৫) “শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি কেশবপুরের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার ভূমি, জনাব শরীফ নেওয়াজ-এর সভাপতিত্বে এবং বিমল কুমার কুণ্ড (জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, রাজবাড়ী)-এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপাজেলা নির্বাহী অফিসার জনাব রেকসোনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন উর-রশিদ।
অনুষ্ঠানে কেশবপুর শিশু এ্যাকাডেমীর প্রশিক্ষক ও পাঁজিয়া মাধ্যমিক বিদয়ালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জি, উদীচী শিল্পী গোষ্ঠী কেশবপুর শাখা সংসদের সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দন, কার্য্যনির্বাহী কমিটির সদস্য কবি প্রনব মণ্ডল মানব, শিশু শিল্পীরা, অভিভাবক ও সুধী জনেরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন।