পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।
কেশবপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন মাঠে চলতি মৌসুমে ধান এবং কাঁচা ফসলের জমির পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য প্রান্তিক পর্যায়ে চাষিদের সচেতন করতে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছেন। এরমধ্যে কৃষকদের মাঝে লিফলেট বিতরণ আলোর ফাঁদ স্থাপন ও কৃষকের সাথে সরাসরি কথা বলে সচেতনতা বৃদ্ধি মূলক কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার, ইয়াসির আরাফাত, কৃষি সম্প্রসারণ অফিসার, মামুনুর রশীদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, অন্যান্য উপ-সহকারী কৃষি অফিসার বৃন্দ। উল্লেখ্য বন্যা পরবর্তী কেশবপুর উপজেলার অপেক্ষাকৃত উঁচু অঞ্চলে যে-সব ধান আবাদ করা হয়েছে সেখানে ব্যাপক পোকা-মাকড়ের আক্রমণে কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।
বর্তমানে বাজারে যে সকল কীটনাশক পাওয়া যাচ্ছে তার ব্যবহার করে আশানুরূপ কোন সুফল পাওয়া যাচ্ছে না বলে অধিকাংশ কৃষক অভিযোগ করেন। উপজেলা সাবদিয়া গ্রামের কৃষক, ফিরোজ হোসেন বলেন, ২ দুই বিঘা জমির বেগুনের ক্ষেত মাকড়ের আক্রমণের সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে কয়েক হাজার টাকার কীটনাশকে কোন কাজ না হওয়ায় শেষে বেগুন গাছ কেটে ফেলা হয়েছে। চারিপাশে পানি বদ্ধ থাকায় রোপনকৃত ঝাল গাছের ব্যাপক পরিমাণে মাকড়ের আক্রমণে কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।