মানিকগঞ্জের সাটুরিয়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় উদযাপিত।

স্টাফ রিপোর্টার
0

 


আবুবকর সিদ্দিক , স্টাফ রিপোর্টার, সাটুরিয়া মানিকগঞ্জ, দৈনিক সারা দুনিয়া।


মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।


মঙ্গলবার সকালে সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন। 


 এ সময় সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা,সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, সাটুরিয়া উপজেলা,বি,এন,পির,সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক মো: আবুল বাশার সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাটুরিয়া উপজেলা আমির মাওলানা আবু সাইদ সহ মুক্তিযোদ্ধা সংগঠন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন স্কুল-কলেজের,শিক্ষার্থী সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীবৃন্দ  অনুষ্ঠানে অংশ গ্রহন করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। 


মহান বিজয় দিবস উপলক্ষে ইশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজের আয়োজন করা হয়।


 অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।


Post a Comment

0Comments
Post a Comment (0)