যশোরের কেশবপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন ।

স্টাফ রিপোর্টার
0

 


পরেশ দেবনাথ, কেশবপুর প্রতিনিধি , দৈনিক সারা দুনিয়া।


কেশবপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর-২৫) মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে প্রশাসনের আয়োজনে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণের বিজয়স্তম্ভে সকাল ৮ টা থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কেশবপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব রেকসোনা খাতুন, কেশবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জনাব সুকদেব রায়সহ প্রশাসনের কর্মকর্তাগণ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার, কেশবপুর প্রেসক্লাব, কেশবপুর থানা প্রেসক্লাব, কেশবপুর পূজা উদযাপন পরিষদ, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে মহান বিজয় দিবস উপলক্ষে কেশবপুর পাবলিক ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রেখসোনা খাতুন, কেশবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী-শিক্ষকবৃন্দ এবং কেশবপুর উপজেলার সকল পেশাদার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 

কুচকাওয়াজ শেষে দেশাত্মবোধক গান পরিবেশন শেষে যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রেখসোনা খাতুন। ডিসপ্লেতে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করায় তারা উল্লাসে মেতে উঠে। পরবর্তীতে সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান শেষ করেন।

অনুষ্ঠান শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে ও উপজেলা হলরুমে বীর মুক্তিযােদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের পৃথক পৃথক ভাবে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হলরুমে বীর মুক্তিযােদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় কেশবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ-এর সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস-এর সঞ্চালনা বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী। তিনি মুক্তিযুদ্ধকালীন ঘটনার পর্যালোচনা করেন। অনুষ্ঠানে তাঁদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযােদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেখসোনা খাতুন। 

মহান বিজয় দিবস উপলক্ষে বিকেলে কেশবপুর পাবলিক ময়দানে অনুষ্ঠিত সুধী সমাজ বনাম সরকারি কর্মকর্তা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

Post a Comment

0Comments
Post a Comment (0)