মো: আবুবকর সিদ্দিক : মানিকগঞ্জ সাটুরিয়া, দৈনিক সারা দুনিয়া।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের
কান্দাপাড়া গ্রামের জনসাধারণ এর স্বউদ্যোগে ও নিজ তহবিল সংগ্রহ করে একটি ৮০ ফুট দীর্ঘ সেতু নির্মাণ কাজ শুরু করেন স্হানীয় এলাকাবাসী । বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে বিষয় টি স্হানীয় প্রশাসনের নজরে আসে।
তার ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে নির্মানাধীন ব্রীজটি পরিদর্শন করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন।
এ সময় সাটুরিয়া উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা ইঞ্জিনিয়ার, পিআইও,সেক্রেটারি অব অফিসার্স ক্লাব,পাট অফিসার,সহকারী ইঞ্জিনিয়ার সহ স্হানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
সাটুরিয়া উপজেলা প্রশাসন জনসাধারণ এর স্বউদ্যোগে নির্মানাধীন ব্রীজটি বাস্তবায়নে সহোযোগিতায় আশ্বাস দেন। উল্লেখ্য ব্রীজটি হলে ১০টি গ্রামের হাজারো মানূষের উপকার হবে গ্রামবাসী জানান।