পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর , দৈনিক সারা দুনিয়া।
কেশবপুরের শাহপুর মেহেরুন্নেসা দাখিল মাদ্রাসায় বিদায়ী শিক্ষক সংবর্ধনা, প্রয়াত শিক্ষকদের রুহের মাগফিরাত কামনা ও প্রধান গেট উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার হলরুমে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২০ আগস্ট-২৫) দুপুরে শাহপুর মেহেরুননেসা দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রউফ-এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, উপজেলার শাহপুরের কৃতি সন্তান ও আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান।
মাদ্রাসায় বিদায়ী শিক্ষক সংবর্ধনা, প্রয়াত শিক্ষকদের রুহের মাগফিরাত কামনা ও প্রধান গেট উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে ব্যারিস্টার মাহমুদ হাসান বলেন, “শিক্ষা হলো জাতি গঠনের ভিত্তি, আর মাদ্রাসা শিক্ষা নতুন প্রজন্মকে জ্ঞান ও নৈতিকতার পথে পরিচালিত করে। তিনি শিক্ষার্থীদের সুবিধার্থে মাদ্রাসায় একটি অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকার ঘোষণা দেন।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।